বৃহস্পতিবার ৮ জানুয়ারি, ২০২৬

‎ব্রাহ্মণপাড়া ডাঃ মোঃ জসিম উদ্দিন ভূইঁয়া দারুচ্ছুন্নাহ হাফিজিয়া মাদ্রাসায় সবক প্রদান অনুষ্ঠান

মো. বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

Rising Cumilla - ‎Graduation ceremony at Dr. Md. Jasim Uddin Bhuiyan Daruchunnah Hafizia Madrasa, Brahmanpara
‎ব্রাহ্মণপাড়া ডাঃ মোঃ জসিম উদ্দিন ভূইঁয়া দারুচ্ছুন্নাহ হাফিজিয়া মাদ্রাসায় সবক প্রদান অনুষ্ঠান/ছবি: প্রতিনিধি

‎কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ” ডাঃ মোঃ জসিম উদ্দিন ভূইঁয়া দারুচ্ছুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় বার্ষিক সবক প্রদান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৪ জানুয়ারী) সকাল ১০টায় মাদ্রাসা মিলনায়তনে নূরানী, হাফিজিয়া ও কিতাব বিভাগের ছাত্রদের এই সবক প্রদান অনুষ্ঠিত হয়।

এতে মাদ্রাসার সভাপতি মোহাম্মদ সেলিম মেম্বার এর সভাপতিত্বে ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব ডাঃ মোঃ জসিম উদ্দিন ভূইঁয়া এর সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন এলজিইডি কর্মকর্তা মোঃ আবুল বাশার ভূইঁয়া, সার্জেন্ট আনোয়ার হোসেন বাবুল, মো. শামসুল হক আর্মি, ক্যাপ্টেন মোজাম্মেল হক বাবু, মাজহারুল ইসলাম ভূইঁয়া, শফিকুল ইসলাম মাষ্টার, মো. আবুল কাশেমসহ মাদ্রাসা কমিটির সদস্য ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গরা। অনুষ্ঠানে মাদ্রাসার ছাত্ররা সবক গ্রহন করেন।

এসময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। সবশেষে দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে বার্ষিক সবক প্রদান অনুষ্ঠান সমাপ্তি হয়।

আরও পড়ুন