বুধবার ১৫ অক্টোবর, ২০২৫

‎ব্রাহ্মণপাড়া জামায়াত প্রার্থী ড. মোবারক হোসাইনের মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ

মো. বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

‎ব্রাহ্মণপাড়া জামায়াত প্রার্থী ড. মোবারক হোসাইনের মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ
‎ব্রাহ্মণপাড়া জামায়াত প্রার্থী ড. মোবারক হোসাইনের মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ/ছবি: প্রতিনিধি

‎কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. এডভোকেট মোবারক হোসাইন মোটরসাইকেল শোডাউন ও ব্যাপক গণসংযোগ করেছেন।

শনিবার (২০ সেপ্টেম্বর) দিনব্যাপী কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লা ও ওয়ার্ডে মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ করেন।

সাহেবাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় এই গণসংযোগ অনুষ্ঠিত হয়।

এতে সাহেবাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মো. আমিনুল ইসলাম এর সভাপতিত্বে ও সেক্রেটারি মো. ইমাম হোসাইন এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. এডভোকেট মোবারক হোসাইন।

এসময় উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারন সম্পাদক মো. কামরুল হাসান, ক্বারী মাওলানা কামরুল হাসান সালেহী, ডাঃ মাওলানা খাইরুল আমিন, ডাঃ মাওলানা আনোয়ার হোসাইন আশরাফী, ওমর সানি, মাওলানা আতিকুর রহমান, মোস্তাফিজুর রহমান রাজিব, মাওলানা মনির হোসেন, আব্দুস সালাম, মো. মেহেদী হাছান, ছাত্রনেতা আব্দুল্লাহ আল জুবায়েরসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এসময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর দাড়িঁপাল্লার পক্ষে ভোট ও দোয়া চান।

আরও পড়ুন