বুধবার ৮ অক্টোবর, ২০২৫

‎ব্রাহ্মণপাড়া চান্দলায় জামায়াত প্রার্থী ড. মোবারক হোসাইনের ব্যাপক গনসংযোগ

মো. বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

‎ব্রাহ্মণপাড়া চান্দলায় জামায়াত প্রার্থী ড. মোবারক হোসাইনের ব্যাপক গনসংযোগ/ছবি: প্রতিনিধি

‎কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. এডভোকেট মোবারক হোসাইন ব্যাপক গনসংযোগ করেছেন।

রবিবার (৫ অক্টোবর) দিনব্যাপী ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের ওয়ার্ড থেকে শুরু করে বিভিন্ন হাট-বাজার, পাড়া-মহল্লা ও ঘরে ঘরে দাঁড়িপাল্লার পক্ষে ব্যাপক গনসংযোগ করেন। এসময় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করা হয়।

এতে চান্দলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মোবাশ্বিরুল হক এর সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. এডভোকেট মোবারক হোসাইন।

এসময় উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর খন্দকার মোহাম্মদ শাহজালাল, এ্যাসিসটেন্ট সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম ভূইঁয়া, ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন আকাশ, মো. নাছির উদ্দীন, ওমর সানি, বায়েজিদ হোসেন, মোহাম্মদ জালাল উদ্দিন, মো. ফারুকুল ইসলাম সম্রাট, মুহাম্মদ কাউছার, ফখরুল আলমসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন