বৃহস্পতিবার ১৩ নভেম্বর, ২০২৫

ব্রাহ্মণপাড়া চান্দলায় মদিনা এয়ার ট্রাভেলসের শুভ উদ্বোধন

মো. বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

Rising Cumilla -Brahmanpara Chandla Medina Air Travels inaugurated
ব্রাহ্মণপাড়া চান্দলায় মদিনা এয়ার ট্রাভেলসের শুভ উদ্বোধন/ছবি: প্রতিনিধি

‎কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা বাজারের কাউছার মোল্লা মার্কেটের (২য় তলায়) মদিনা এয়ার ট্রাভেলস এর শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) সকাল ১০টায় মদিনা এয়ার ট্রাভেলস শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। শুরুতে পবিত্র কোরআন পাঠ করা হয়।

এতে মদিনা এয়ার ট্রাভেলসের মোয়াল্লেম মাওলানা রফিকুল ইসলাম ভূইঁয়া এর সভাপতিত্বে ও মদিনা এয়ার ট্রাভেলসের নির্বাহী পরিচালক অধ্যাপক মো. আবুল কালাম আজাদের পরিচালনায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাচ্ছিরে কোরআন ও নাগাইশ দরবার শরীফের পীর অধ্যক্ষ মাওলানা মোস্তাক ফয়েজী।

অনুষ্ঠানে মদিনা এয়ার ট্রাভেলসের পরিচালক মো. জাবেদ আহাম্মেদ ও মো. সেলিম রেজার সার্বিক তত্ত্বাবধানে বিশেষ মেহমান হিসাবে উপস্থিত ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রেজাউল করিম, অধ্যাপক মাওলানা আব্দুর রহমান, চান্দলা আল হেরা প্রি-ক্যাডেট স্কুলের সভাপতি মাওলানা রহমত উল্লাহ খাঁন, ষাইটশালা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার সভাপতি এস.এম মোস্তাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চান্দলা সিরাতুন্নবী (সাঃ) ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ কবির আহমদ, অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম, আব্দুস সাত্তার সরকার লিটন, আমানত উল্লাহ মজুমদার। অনুষ্ঠানে মদিনা এয়ার ট্রাভেলস এর সার্বিক দিক তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অতিথিবৃন্দরা।

সবশেষে মদিনা এয়ার ট্রাভেলসের সাফল্য ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন অধ্যক্ষ মাওলানা মোস্তাক ফয়েজী।

আরও পড়ুন