বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার নব-নির্বাচিত কমিটি গনতান্ত্রিক প্রক্রিয়ায় গঠন করা হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে উপজেলা মডেল মসজিদ কনফারেন্স রুমে সাধারণ অধিবেশনের পর সকল কিন্ডারগার্টেনের প্রধানদের মতামতের ভিত্তিতে নব-নির্বাচিত কমিটি গঠন করা হয়।
সভার শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন মাওলানা মোঃ আবুল হাসান। এতে ব্রাহ্মণপাড়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ সাইফুল আলম ভূইঁয়া এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশিদ এর পরিচালনায় সাধারণ সভায় সকল কিন্ডারগার্টেনের প্রধানরা বক্তব্য রাখেন।
পরে দ্বিতীয় অধিবেশনে গনতান্ত্রিক প্রক্রিয়ায় ব্যালটের মাধ্যমে নব-নির্বাচিত কমিটি গঠন করা হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন মোঃ শহীদুল হক। এতে সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন জিরুইন মডেল একাডেমীর প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন শশীদল ফুলকুঁড়ি চাইল্ড একাডেমীর প্রধান শিক্ষক মোঃ মামুনুর রশিদ এবং সাংগঠনিক সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন উত্তর চান্দলা আইডিয়াল একাডেমীর প্রধান শিক্ষক মোঃ মাসুদুল আলম। নব-নির্বাচিত কমিটি আগামী ২ বছরের জন্য তাদের কার্যক্রম পরিচালনা করবে।
পরে নব-নির্বাচিত কমিটির সকলকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানানো হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC