শুক্রবার ৫ সেপ্টেম্বর, ২০২৫

ব্রাহ্মণপাড়ার নাইঘর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতির দায়িত্বে মোঃ মনিরুল ইসলাম

মো. বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

‎ব্রাহ্মণপাড়া নাইঘর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি হলেন সমাজসেবক মোঃ মনিরুল ইসলাম
‎ব্রাহ্মণপাড়া নাইঘর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি হলেন সমাজসেবক মোঃ মনিরুল ইসলাম/ছবি: প্রতিনিধি

‎কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ঐতিহ্যবাহী নাইঘর ইসলামিয়া দাখিল মাদ্রাসার (এডহক) কমিটির সভাপতি হলেন বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মনিরুল ইসলাম।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রজ্ঞাপনের নিয়মানুযায়ী সভাপতি পদসহ ৩ সদস্যবিশিষ্ট একটি কমিটি অনুমোদিত হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের নির্দেশনায় রেজিস্টার (প্রশাসন) স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করে (৬ মাস) মেয়াদ উল্লেখ করে লিখিত পত্রে এ কমিটি অনুমোদন দেন।

এ কমিটির অন্যান্যরা হলেন সদস্য সচিব অত্র মাদ্রাসার অধ্যক্ষ মোঃ ফয়েজ আহাম্মদ, সাধারণ শিক্ষক প্রতিনিধি মোঃ ফখরুল ইসলাম, অভিভাবক সদস্য মোঃ ফজলুর রহমান।

মাদ্রাসা সংশ্লিষ্টরা বলেন, মোঃ মনিরুল ইসলাম ব্যক্তি হিসেবে সৎ, যোগ্য, দক্ষ ও বিনয়ী মানুষ। তিনি সভাপতি নির্বাচিত হওয়াতে আমরা ও এলাকাবাসী অত্যন্ত আনন্দিত হয়েছি। আশা করছি তার মাধ্যমে শিক্ষার মানোন্নয়নে ও অবকাঠামোর ব্যাপক উন্নয়নের বিপ্লব ঘটবে।

এ বিষয়ে নব-নির্বাচিত (এডহক) কমিটির সভাপতি মোঃ মনিরুল ইসলাম বলেন, আমি সততার সাথে নিরলস পরিশ্রমের মধ্য দিয়ে এ মাদ্রাসার শিক্ষার মানোন্নয়নসহ সার্বিক দিকে উন্নয়ন করতে সবর্দা চেষ্টা করবো, ইনশাআল্লাহ। সার্বিক উন্নয়ন করার লক্ষে আমি যে দায়িত্ব পেয়েছি তা যেন সঠিকভাবে পালন করতে পারি। সেজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।

আরও পড়ুন