কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলায় বহু প্রতীক্ষার পর অনুষ্ঠিত হয়েছে ঐতিহাসিক তিন দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল।
গত ১৮ ডিসেম্বর বুধবার থেকে ২০ ডিসেম্বর শুক্রবার পর্যন্ত চান্দলা করিম বক্স হাইস্কুল এন্ড কলেজ মাঠে প্রতিদিন বিকাল তিনটা থেকে এর আয়োজন করেছেন চান্দলা ইউনিয়ন সীরাতুন্নবী (সাঃ) ফাউন্ডেশন।
এতে প্রথম দিনে (বুধবার) তাফসীর পেশ করেন আল্লামা মুফতি হাফেজ কাজী ইব্রাহিম (ঢাকা), প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার, রূপায়ণ টাউন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব শাইখ জামাল উদ্দিন ও সৌদি আরবের মক্কা ইউনিভার্সিটির শাইখ ইসমাইল মাক্কী।
দ্বিতীয় দিনে (বৃহস্পতিবার) তাফসীর পেশ করবেন চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব মো. আনোয়ার হোসাইন তাহের যাবিরী আল-মাদানী, রাজধানীর মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার মুহাদ্দিস ড. আবুল কালাম আজাদ বাশার, মাদারীপুর টেকের হাট দরবার শরীফের পীর ড. কামরুল ইসলাম সাঈদ আনছারী ও চাঁদপুর হাজীগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. হিফজুর রহমান।
সমাপনী দিনে( শুক্রবার) তাফসীর পেশ করেন সাইয়্যেদ কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরি (ঢাকা), ইসলামিক স্টাডিজ বিভাগ (বি আই ইউ) এর চেয়ারম্যান প্রফেসর ড. আ ন ম রাফিকুর রহমান মাদানি, চাঁদপুর হাজীগঞ্জ কামিল মাদ্রাসার হেড মুহাদ্দিস আল্লামা আবু নছর আশরাফী, নাগাইশ দরবার শরীফের পীর মাওলানা মোশতাক ফয়েজী, মাওলানা সাইদুর রহমান (ঢাকা), চট্টগ্রাম শাহী জামে মসজিদের খতিব মাওলানা এম হাবিবুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া আড়াইবাড়ি দরবার শরীফের পীর মাওলানা গোলাম খবীর সাঈদী ও শাইখ সালাহ উদ্দিন মাক্কী।
এতে সভাপতিত্ব করেন চান্দলা সীরাতুন্নবী (সাঃ) ফাউন্ডেশনের সভাপতি সুলতানপুর ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ কবির আহমদ।
এছাড়া এ মাহফিলে ইসলামী সংগীত পরিবেশন করেন ইসলামিক শিল্পী মশিউর রহমান ও ওবায়দুল্লাহ তারেক।
সার্বিক তত্বাবধানে ছিলেন মোঃ রহমতউল্লাহ খান, মাওলানা রফিকুল ইসলাম ভূইয়া, চান্দলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মো. আমীরুল ইসলাম, পীরজাদা মোস্তাফিজুর রহমানসহ আরও অনেকে। মাহফিলে অংশগ্রহন করায় মাহফিল কমিটি সকল ধর্মপ্রাণ মুসল্লীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC