
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নের পোমকাড়া সরকার বাড়ীতে ২০তম বার্ষিক সুন্নী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ মে) বিকাল ৪টা থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত গাউছুল আযম জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে এই বিরাট সুন্নী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে বিভিন্ন নাতে রাসূল ও জিকির-আজকার করা হয়।
এতে হাজী আবুল হাশেম সরকার এর সভাপতিত্বে, হাজী আব্দুস ছামাদ মাষ্টার এর সহ-সভাপতিত্বে ও মাওলানা সোহেল রানা আনসারী এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক হাজী মাশুকুল আলম।
প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ ( বুড়িচং-ব্রাহ্মণপাড়া) উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ডক্টর এডভোকেট মোবারক হোসাইন। সম্মেলনে মাঈনুদ্দিন সরকার এর সার্বিক তত্ত্বাবধানে প্রধান আকর্ষণ হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিকদলের সভাপতি হাজী মোঃ আবু কাউছার।
প্রধান বক্তা হিসাবে ওয়াজ পেশ করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, সুন্নী জামাতের অতন্দ্র প্রহরী ও দাওয়াতে ঈমানী বাংলাদেশ এর চেয়ারম্যান পীর মুফতি মুহাম্মদ গিয়াস উদ্দিন আত্ব-তাহেরী। সম্মেলনে হাজার হাজার সুন্নী জনতা উপস্থিত থেকে মহাসম্মেলন সফল ও স্বার্থক করে তোলেন।
সবশেষে দেশ ও জাতির মঙ্গল কামনার্থে বিশেষ দোয়া ও মোনাজাত করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, সুন্নী জামাতের অতন্দ্র প্রহরী ও দাওয়াতে ঈমানী বাংলাদেশ এর চেয়ারম্যান পীর মুফতি মুহাম্মদ গিয়াস উদ্দিন আত্ব-তাহেরী।