
কুমিল্লার ব্রাহ্মণবাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়ন বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যায় সাহেবাবাদ ইউনিয়ন বিএনপির দলীয় কার্য্যালয়ে ইউনিয়ন বিএনপির আয়োজনে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করা হয়।
এতে সাহেবাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মোঃ ফরিদ উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের ডিলার এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য হাজী মোঃ আমানত খাঁন।
এসময় মো. জাকির হোসেন মেম্বার, ডাঃ মোঃ কফিল উদ্দিন, মোঃ আলমগীর হোসেন মেম্বার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান হোসেন, সাহেবাবাদ ইউনিয়ন যুবদলের সভাপতি ওমর ফারুক পল্টু, সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন মেম্বার, সাহেবাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি মোঃ তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মোঃ রুহুল আমিন ভূইঁয়া, সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম সিরু, উপজেলা শহীদ জিয়া গবেষণা পরিষদের সভাপতি সার্জেন্ট ইউনুছ ভূইঁয়া, সাহেবাবাদ ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ রহমত উল্লাহসহ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সভায় আগামী (১১মে রবিবার) সাহেবাবাদ ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন সফল ও স্বার্থক করার লক্ষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।