কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে রবি মৌসুমে বোরো ধানের (উফশী জাত) সমলয় চাষাবাদের (synchronize cultivation) ব্লক প্রদর্শনী স্থাপনের লক্ষ্যে কম্বাইন হারভেস্টারের মাধ্যমে ধান কর্তনের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) সকাল ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ কার্য্যালয়ের আয়োজনে উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ি পশ্চিম সংলগ্ন মাঠে ব্রি ধান-৯২ এর ফসল কর্তন করা হয়।
এতে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাসুদ রানা এর সভাপতিত্বে ও শশীদল ব্লকের উপ-সহকারি কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মোস্তফা কামাল এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান।
এসময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মুখলেছুর রহমান, সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ আব্দুল মান্নান, কৃষক মোঃ সুমন মিয়াসহ কৃষাণ-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
এবিষয় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাসুদ রানা বলেন, সমলয় চাষাবাদের মাধ্যমে ব্রিধান-৯২ এর ফসল ভালো হয়। কৃষকদেরকে এই ধান চাষে উদ্বুদ্ধ করতে কৃষি অফিস কাজ করে যাচ্ছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC