শুক্রবার ২৯ আগস্ট, ২০২৫

ব্রাহ্মণপাড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার ও দোয়া মাহফিল

মো. বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

ব্রাহ্মণপাড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার ও দোয়া মাহফিল
ব্রাহ্মণপাড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার ও দোয়া মাহফিল। ছবি: প্রতিনিধি

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) বিকাল ৪টায় সাহেবাবাদ ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন কামরুল হাছান সালেহী।

এতে সাহেবাবাদ ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্য এবং ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিক।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম ভূইঁয়া, কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা লুৎফুর রহমান খান মাসুম, অধ্যক্ষ খাইরুল আমিন।

এসময় জামায়াতে ইসলামীর দায়িত্বশীল আল মামুন, আবদুর রহিম, আব্দুস সালাম, সাহেবাবাদ ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সোহেল ইসলাম, সাহেবাবাদ ইউনিয়ন ইসলামি ছাত্রশিবিরের সভাপতি আশ্রাফুল ইসলামসহ জামায়াতে ইসলাম অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সবশেষে দোয়া ও মোনাজাত করেন মাওলানা মিজানুর রহমান আতিকী।

আরও পড়ুন