
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ মার্চ) বিকাল ৪টায় দুলালপুর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে দুলালপুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন হাফেজ মাজহার। এতে দুলালপুর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ শফিকুর রহমান মৈশান এর সভাপতিত্বে ও সেক্রেটারি মোহাম্মদ ফরিদ উদ্দিন এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের অর্থবিষয়ক সম্পাদক এনামুল হক।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম ভূইঁয়া, ব্রাহ্মণপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আনিছুর রহমান, দুলালপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আব্দুল কাদের, সাবেক খতিব হাফেজ মাওলানা আব্দুস সালাম, দুলালপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর কাজী আব্দুল হান্নান সরকার। অনুষ্ঠানে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অতিথিবৃন্দরা।
সবশেষে দোয়া ও ইফতার এর মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।