কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়ন পরিষদে ২০২৪-২৫ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ১০ কেজি করে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৪ মে) সকাল ১০টায় শিদলাই ইউনিয়ন পরিষদে ১ হাজার ২শত ৭৯ জনকে ১০ কেজি করে এই চাল বিতরণ করা হয়। বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন শিদলাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম (আলাউল) আকবর।
এসময় ইউনিয়ন পরিষদ সচিব মোসাঃ হালিমা খাতুন, ইউনিয়ন হিসাব সহকারি মো. লোকমান হোসেনসহ ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC