
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গনে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করা হয়।
এতে স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মমিনুল হক ভূইঁয়া এর সভাপতিত্বে ও স্কুলের ধর্মীয় শিক্ষক মোঃ সাইফুল ইসলাম এর পরিচালনায় উপস্থিত ছিলেন শিদলাই আমীর হোসেন জোবেদা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, নাজনীন হাই স্কুলের প্রধান শিক্ষক মো. মফিজুল ইসলাম দুলাল, শিদলাই দরবার শরীফের পীর মাওলানা রুহুল আমিন, আলী নোয়াব সর্দার, জয়নাল হোসেন জানু মেম্বার, জাহাঙ্গীর আলম, গাজী সাইদুল ইসলাম এমরান, মাজেদুল ইসলাম, মো. শাহজাহান, মো. হাছানসহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
সবশেষে মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা শহীদুল্লাহ ফারুকী। এবছর এই বিদ্যালয় থেকে ১৭৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করবে।