
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) বিকাল ৪টায় শশীদল ইউনিয়ন ৯ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আয়োজনে হরিমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করা হয়।এতে শশীদল ৯নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা রোকন উদ্দিন এর সভাপতিত্বে ও বাঁশতলী ইউনিটের সভাপতি ইঞ্জিনিয়ার মো. রেজাউল করিম এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. এডভোকেট মোবারক হোসাইন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রেজাউল করিম, শশীদল ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুর রহমান সেলিম, সেক্রেটারি মাওলানা মো. বাছির উদ্দিন (বিএসসি), এ্যাসিসটেন্ট সেক্রেটারি মাওলানা মো. জহির উদ্দিন, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক মাওলানা আবু কাউছার (আরমান), ইউনিয়ন ছাত্রশিবিরের এ্যাসিসটেন্ট সেক্রেটারি মো. জোবায়ের হোসেন রাব্বী, ৮নং ওয়ার্ড সভাপতি মো. ফেরদৌস কবির, শশীদল ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মো. আবুল কালাম রাসেল। এসময় মাওলানা মোখলেছুর রহমান, মাওলানা আব্দুল কাইয়ুম, মো. এরশাদ উল্লাহ, মো. মোরশেদ আলম বাবুল, মো. ফয়েজ উল্লাহ, শিবির নেতা ওমর সানি, আফনাম মোজাহিদ, আব্দুল্লাহ আল জুবায়েরসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন। অ
নুষ্ঠানে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীকে বিজয়ী করার আহবান জানানো হয়।