কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আবদুর রশিদ মুন্সি (৮০) দাফন সম্পন্ন হয়েছে।
গতকাল সোমবার (১৩ জানুয়ারি) বাদ যোহর উপজেলার শিদলাই ইউনিয়নের বেড়াখলা পশ্চিমপাড়া এলাকায় তাঁর নিজ বাড়ি আঙ্গিনায় জানাজার পূর্বে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল ইসলাম।
পরে উপপরিদর্শক এসআই অমর্ত্য মজুমদারের নেতৃত্বে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল গার্ড অব অনার দেন। এসময় বিউগলে করুন সুর বাজানো হয়। পরে একমিনিট নিরবতা পালন শেষে একই স্থানে জানাজা সম্পন্ন করে মরহুমের লাশ তার পারিবারিক কবরস্থানে দাফন করেন স্বজনরা।
এর পূর্বে মরহুমের প্রথম জানাজা একইদিন সকালে কুমিল্লা নগরীর জাউতলা ছাতা মসজিদের পাশে অনুষ্ঠিত হয়।
পারিবারিক সূত্রে জানা গেছ, বীর মুক্তিযোদ্ধা আবদুর রশিদ মুন্সি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত রোববার (১২ জানুয়ারি) বিকাল ৩টায় তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি এক মেয়ে ও চার ছেলে সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
মহুমের জানাজায় দুলালপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন, শিদলাই ইউনিয়ন সহকারী মুক্তিযোদ্ধা কমান্ড বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম, বীর মুক্তিযোদ্ধা শাহ আলম খান, আব্দুল জলিল, আবদুল মোতালেব ও মোসলেম উদ্দিন মাস্টারসহ এলাকার মুসল্লিগণ উপস্থিত ছিলেন।