ফেব্রুয়ারি ১৫, ২০২৫

শনিবার ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

ব্রাহ্মণপাড়ায় যুব ও ক্রীড়া বিভাগের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

Bi-annual conference of Youth and Sports Department held in Brahmanpara
ছবি: প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় যুব ও ক্রীড়া বিভাগ এর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারী) সকাল ৯টায় ব্রাহ্মণপাড়া যুব ও ক্রীড়া বিভাগ এর আয়োজনে এই দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করা হয়। এতে ব্রাহ্মণপাড়া যুব ও ক্রীড়া বিভাগ এর সভাপতি অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম শাহীন এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান এডভোকেট ডক্টর মোবারক হোসাইন।

প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা যুব ও ক্রীড়া বিভাগ এর সভাপতি ও বুড়িচং উপজেলা পরিষদ এর সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট মোঃ সাইফুল আলম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া যুব ও ক্রীড়া বিভাগ এর উপদেষ্টা মাওলানা রেজাউল করিম।

এসময় ব্রাহ্মণপাড়া যুব ও ক্রীড়া বিভাগ এর কমিটি গঠন করা হয়। এতে অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলামকে সভাপতি, মাওলানা মোঃ রফিকুল ইসলাম শাহীনকে সেক্রেটারি এবং মোঃ তৌফিকুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে নব-নির্বাচিত ব্রাহ্মণপাড়া যুব ও ক্রীড়া কমিটি গঠন করা হয়।