বুধবার ২৬ নভেম্বর, ২০২৫

‎ব্রাহ্মণপাড়ায় যুবদল নেতা গোলাম কিবরিয়া অপুর বহিষ্কারাদেশ প্রত্যাহার

‎মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

‎ব্রাহ্মণপাড়ায় যুবদল নেতা গোলাম কিবরিয়া অপুর বহিষ্কারাদেশ প্রত্যাহার
‎ব্রাহ্মণপাড়ায় যুবদল নেতা গোলাম কিবরিয়া অপুর বহিষ্কারাদেশ প্রত্যাহার/ছবি: প্রতিনিধি

‎কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া অপুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ব্রাহ্মণপাড়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া অপুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি প্রাথমিক পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।

গোলাম কিবরিয়া অপুর আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হলো। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করা হবে।

দলের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে উপজেলার নেতাকর্মীরা জানান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া অপু বহিষ্কারাদেশ প্রত্যাহার করে সদস্য পদ ফিরিয়ে দেওয়ায় এখন থেকে উপজেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।

তারা একযোগে আগামী দিনের আন্দোলন-সংগ্রামে ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে শক্তিশালী ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী শাহ আলম খোকন বলেন, তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের মধ্য দিয়ে তৃণমূল নেতাকর্মীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে। আশা করি দলের কার্যক্রম আরও গতিশীল ও প্রাণবন্ত হবে।

আরও পড়ুন