
মো. বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:
ব্রাহ্মণপাড়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে শশীদল ইউনিয়নের যুবদলের ৫ শতাধিক নেতাকর্মীর যোগদানবাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে শশীদল ইউনিয়ন যুবদলের ৫ শতাধিক নেতাকর্মীরা যোগদান করেছেন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকাল ৪টায় উপজেলা যুবদলের আয়োজনে বর্ণাঢ্য র্যালীতে শশীদল ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ মাহাবুব আলম ও সদস্য সচিব মোঃ সৌরভ সাগর ইউনুছ এর নের্তৃত্বে ৫ শতাধিক নেতাকর্মীরা যোগদান করেন।
এসময় নেতাকর্মীরা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্লোগান দেয়। শশীদল ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ মাহাবুব আলম বলেন, যুবদল একটি সুশৃঙ্খল দল। জাতীয়তাবাদী আদর্শের রাজনীতি করে যু্বদল।
আগামী আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী হাজী জসিম উদ্দিন জসিমকে বিজয়ী করতে শশীদল ইউনিয়ন যুবদল ঐক্যবদ্ধভাবে কাজ করছে। অনুষ্ঠানে শশীদল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।









