বুধবার ৩ সেপ্টেম্বর, ২০২৫

ব্রাহ্মণপাড়ায় মোশাররফ হোসেন খান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

Human chain protest in Noakhali demanding release of Awami League leader
ছবি: প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন খান চৌধুরী এর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১টায় কুমিল্লা-মিরপুর সড়কে মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রায় ২ হাজারেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহন করেন।

শিক্ষার্থীরা বলেন, একটি কুচক্রি মহল উদ্দ্যেশ্যপ্রনোদিত হয়ে আলোকিত মানুষ মোশাররফ হোসেন খান চৌধুরী এর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ করেছে। তার সুনাম ক্ষুন্ন করার চেষ্টা করেছে। তারা সফল হতে পারেনি। ভবিষ্যতে যদি এরকম কোন মিথ্যা ও বানোয়াট অভিযোগ হয় তাহলে শিক্ষার্থীরা মাঠে আন্দোলন করবে।

মানববন্ধনে কলেজের অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন এর নের্তৃত্বে উপস্থিত ছিলেন সহকারি অধ্যাপক যথাক্রমে মানস কুমার রায়, মোঃ কবির আহামেদ, মো. হুমায়ন কবির, মোঃ আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র প্রভাষক যথাক্রমে শরীফ মো. রেজা, লিপি সরকার, শহীদুল ইসলাম, মাহবুবুর রহমান লিটন, জামাল হোসাইন, মোমিনুল হক ভূইঁয়া, বশির আহাম্মেদ ভূইঁয়া, নেছার আহাম্মেদ, প্রভাষক যথাক্রমে মো. আব্দুল মোমেন, ফারুক আহমেদ, মোক্তার হোসেন, মোস্তাক আহাম্মেদ, নাসরিন সুলতানা, মো. নজরুল ইসলামসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারী ও ছাত্রছাত্রীরা।

কলেজের অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন বলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও একজন আলোকিত মানুষ মোশাররফ হোসেন খান চৌধুরী এর বিরুদ্ধে একটি কুচক্রি মহল উঠেপড়ে লেগেছে। তার প্রতি ঈর্ষান্বিত হয়ে কোন খোঁজখবর না নিয়ে একটি মিথ্যা ও বানোয়াট সংবাদ দিয়েছে। এর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

আরও পড়ুন