ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিক স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এই অভিযানে অবৈধ কার্যকলাপ, যান চলাচলে বিঘ্ন এবং জনস্বার্থ বিরোধী কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়।
আজ বৃহস্পতিবার (১০ জুলাই) ব্রাহ্মণপাড়া বাজার সংলগ্ন রাস্তায় যান চলাচলে বাধার সৃষ্টি করায় একটি ট্রাক ও একটি পিকআপকে মোট ৭,০০০ টাকা জরিমানা করা হয়।
এছাড়া, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী, দুইটি মামলায় মোট ৭,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী শশীদল রেলস্টেশন, তেতাভূমিসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানে মাদকসেবনকারী একজনকে ১৫ দিনের কারাদণ্ড এবং অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানের সময় কিছু মাদকদ্রব্য আলামত হিসেবে জব্দ করা হয়েছে।
অন্যদিকে, সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী মোটরসাইকেল চালনায় নিয়মভঙ্গের দায়ে তিনজন আরোহীকে মোট ৪,০০০ টাকা জরিমানা করা হয়।
এদিন কুমিল্লা-বাগড়া সড়কের লোহারপুল এলাকার ক্ষতিগ্রস্ত রাস্তাগুলোর গর্ত ভরাট ও সংস্কার কাজ পরিদর্শন ও তদারকি করা হয়। সংশ্লিষ্ট ঠিকাদার ও কর্মকর্তাদের কার্যক্রম তদারক করে যথাযথ নির্দেশনা প্রদান করা হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC