বৃহস্পতিবার ৮ জানুয়ারি, ২০২৬

ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারি ও ইয়াবা ট্যাবলেটসহ মা-ছেলে গ্রেপ্তার

মো. বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

Rising Cumilla - Mother and son arrested with drug peddlers and Yaba tablets in Brahmanpara
ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারি ও ইয়াবা ট্যাবলেটসহ মা-ছেলে গ্রেপ্তার/ছবি: প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ১৪৭ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি ও মা-ছেলেসহ ৩ জনকে গ্রেপ্তার করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে।

থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম এর নির্দেশে থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মেহেদী হাসান জুয়েল ও সঙ্গীয় ফোর্স শনিবার (৩ জানুয়ারী) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাধবপুর ইউনিয়নের উত্তর চান্দলা শিবু পালের দোতলা বিল্ডিংয়ে অভিযান পরিচালনাকালে এক ব্যাক্তি দৌঁড়ে পালিয়ে যাবার সময় তাকে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশী করলে লুঙ্গীর ডান কোচ হতে একটি নীল রঙের পলিথিনে মোড়ানো ১শত পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে আরো অভিযান করলে শিবু পালের দোতলায় আরো দুজনকে পাওয়া যায়। পরে তাদের উভয়ের দেহ তল্লাশী করলে একজনের কাছ থেকে ২২ পিচ ও অপরজনের দেহ থেকে ২৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ সর্বমোট ১৪৭ পিচ উদ্ধার করে ৩ জনকে আটক করে থানায় নিয়ে আসে।

আটককৃতরা হলো- মৃত বিলাশ চন্দ্র পালের ছেলে শিবু পাল (৪০), মোঃ সিরাজুল ইসলামের ছেলে মোঃ মিল্লাত (২০), মোঃ সিরাজুল ইসলামের স্ত্রী সাজিয়া বেগম (৪৫)। রবিবার সকালে আসামীকে কোর্টের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন