মে ১, ২০২৫

বৃহস্পতিবার ১ মে, ২০২৫

ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমাণ আদালতে অতিরিক্ত ভাড়া ও যানজট নিয়ন্ত্রণে অভিযান

ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমাণ আদালতে অতিরিক্ত ভাড়া ও যানজট নিয়ন্ত্রণে অভিযান
ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমাণ আদালতে অতিরিক্ত ভাড়া ও যানজট নিয়ন্ত্রণে অভিযান/ছবি: প্রতিনিধি

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালতে অতিরিক্ত ভাড়া ও যানজট নিরসনে অভিযান পরিচালনা করা হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) বিকালে উপজেলার সদর সিএনজি স্ট্যান্ডে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান। এসময় বিআরটিএ প্রতিনিধি, থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান এর নেতৃত্বে উপজেলা সিএনজি স্ট্যান্ডে অতিরিক্ত ভাড়া ও যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করা হয়।

অতিরিক্ত ভাড়া আদায় ও যানজট নিরসনে সকল পরিবহনে তদারকি করা হয়। এসময় নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করায় ৯টি সিএনজি ড্রাইভার ও যানজট সৃষ্টিকারী ১টি ট্রাক ড্রাইভারকে সর্বমোট ৩৪ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়।

এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসন সূত্রে জানা যায়।

আরও পড়ুন