ডিসেম্বর ১২, ২০২৪

বৃহস্পতিবার ১২ ডিসেম্বর, ২০২৪

ব্রাহ্মণপাড়ায় বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

ব্রাহ্মণপাড়ায় বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
ব্রাহ্মণপাড়ায় বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন। ছবি: প্রতিনিধি

মহান বিজয় দিবস উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৯) এর উদ্বোধন করা হয়েছে।

গতকাল রোববার (৮ ডিসেম্বর) সকাল ৯টায় উপজেলার শশীদল ইউনিয়নের শশীদল বাসু দেব খেলার মাঠে এর উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা।

উদ্বোধনী পৃথক দুটি ম্যাচে ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন ক্রিকেট একাদশ বনাম সাহেবাবাদ ইউনিয়ন ক্রিকেট একাদশ ও দুলালপুর ইউনিয়ন ক্রিকেট একাদশ বনাম শশীদল ইউনিয়ন ক্রিকেট একাদশ অংশ গ্রহন করেন।

এতে প্রথম ম্যাচে সাহেবাবাদ ইউনিয়ন ক্রিকেট একাদশকে চার উইকেটে পরাজিত করে ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হয়। দ্বিতীয় ম্যাচে শশীদল ইউনিয়ন ক্রিকেট একাদশ ৩৬৬ রান করেন। দুলালপুর ইউনিয়ন ক্রিকেট একাদশ করেন ৪০ রান।

এতে দুলালপুর ইউনিয়ন ক্রিকেট একাদশকে ৩২৫ রানে পরাজিত করে শশীদল ইউনিয়ন ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে, উপজেলা ক্রিড়া সংস্থার সদস্য সচিব ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. গোলাম আজম, সাহেবাবাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. হুমায়ুন কবির, শিদলাই আমির হোসেন জোবেদা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজের অধ্যক্ষ মো. আবুল হোসেন স্মরণ, আসাদনগর আবদুল মতিন খসরু কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিন জসিম, উপজেলা ক্রিড়া সংস্থার সদস্য শাহজাহান সাজু, শফিকুল ইসলাম বাবুল, ওশান হাইস্কুলের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির ও সাংবাদিক গাজী রুবেল সহ ক্রিকেট প্রেমী বিভিন্ন বয়সী লোকজন উপস্থিত ছিলেন।