২০২৪-২৫ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৮০ জন প্রান্তিক মৎস্যচাষীর মাঝে মৎস্য খাদ্য বিতরণ করা হয়েছে।
গত মঙ্গলবার (২০ মে) সকাল ১১টায় উপজেলা মৎস্য দপ্তরের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এই মৎস্য খাদ্য বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্য খাদ্য বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে ২৫ কেজি করে মৎস্য খাদ্য প্রদান করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রাগিব হাসান এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই কার্যক্রমে ক্ষতিগ্রস্ত মৎস্যচাষীরা উপস্থিত ছিলেন।
মৎস্য কর্মকর্তা মোঃ রাগিব হাসান জানান, গত আগস্ট মাসের ভয়াবহ বন্যায় উপজেলায় ৮০ জন মৎস্যচাষী ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। এই মৎস্য খাদ্য বিতরণ তাদের ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নিতে সাহায্য করবে। ভবিষ্যতেও তাদের পাশে দাঁড়ানোর এবং আরও সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC