কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বডিফিটিং অবস্থায় গাঁজা পাচারকালে ৪ কেজি গাঁজাসহ বাবা-ছেলেকে গ্রেপ্তার করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে।
থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেন এর নির্দেশে থানার এসআই মোহাম্মদ মেহেদী হাসান জুয়েল ও সঙ্গীয় ফোর্স (১৫ আগস্ট) শুক্রবার দুপুরে উপজেলার মাধবপুর ইউনিয়নের মিরপুর বাজারে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে একটি দ্রুততম মোটরসাইকেলকে সন্দেহ হলে তাকে দাঁড়ানোর সংকেত দেয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল আরোহী দুইজন দ্রুত গতিতে পালানোর চেষ্টা করলে পুলিশ দৌঁড়ে তাদের আটক করে।
পরে তাদেরকে সন্দেহ হলে মোটরসাইকেলের পেছনে থাকা একজনের দেহ তল্লাশী করলে বডিফিটিং অবস্থায় ২ কেজি এবং তার হাতে থাকা ব্যাগে ২ কেজি সর্বমোট ৪ কেজি গাঁজাসহ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসা হয়। থানায় জিজ্ঞাসাবাদে তারা সম্পর্কে বাবা-ছেলে স্বীকার করে।
আটককৃতরা হলো- কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার কালিপুর উত্তরপাড়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে মো. আলী হোসেন (৬২) এবং মো. আলী হোসেন এর ছেলে মোঃ রোমান প্রকাশ রুমান আহাম্মেদ (২৭). শনিবার সকালে আটককৃতদের কোর্টের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেন সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC