
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বডিফিটিং অবস্থায় ২ কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে।
থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেন এর নির্দেশে থানার এসআই মোহাম্মদ মেহেদী হাসান জুয়েল সঙ্গীয় ফোর্স শনিবার দুপুরে উপজেলার শশীদল ইউনিয়নের সালদানদী রেলস্টেশনের পূর্বপাশে গঙ্গানগর-রামচন্দ্রপুর পাকা রাস্তার উপর দুই ব্যাক্তিকে দাড়িয়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাবার সময় পুলিশ তাদেরকে আটক করে দেহ তল্লাশী করলে বডিফিটিং অবস্থায় দুই কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলো- দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের আবু তাহেরের ছেলে মো. সিয়াম উদ্দিন (২০) এবং শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মৃত কবির হোসেনের ছেলে মো. দেলোয়ার হোসেন (৩১). রবিবার সকালে আসামীদেরকে কোর্টের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেন সত্যতা নিশ্চিত করেছেন।