সোমবার ১৮ আগস্ট, ২০২৫

‎ব্রাহ্মণপাড়ায় প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ইজমাল হাসানের পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা

মো. বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

Rising Cumilla - Farewell reception for promotion of Livestock Officer Dr. Md. Izmal Hasan in Brahmanpara
‎ব্রাহ্মণপাড়ায় প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ইজমাল হাসানের পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা/ছবি: প্রতিনিধি

‎কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ইজমাল হাসান এর পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে উপ-পরিচালক (ভেটেরিনারি পাবলিক হেলথ) পদে পদোন্নতি পাওয়ায় ডাঃ মোঃ ইজমাল হাসানকে এই পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করা হয়। এতে উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ জোহরা খাতুন এর পরিচালনায় সংবর্ধিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদ্য পদোন্নতিপ্রাপ্ত উপ-পরিচালক ( ভেটেরিনারি পাবলিক হেলথ) ডাঃ মোঃ ইজমাল হাসান।

এসময় দেবিদ্বার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আজিজুল হক, উপ-সহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা ফখরুল ইসলাম ও আবুল হাসনাত, অফিস সহকারি মোঃ জসিম উদ্দিন, প্রাণিসম্পদ মাঠ সহকারি যথাক্রমে মোঃ আবু কাউছার, লুৎফারুল হক, হাবিবুর রহমানসহ প্রাণিসম্পদ দপ্তরের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সদ্য পদোন্নতিপ্রাপ্ত উপ-পরিচালক ডাঃ মোঃ ইজমাল হাসানকে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন দপ্তরের সদস্যরা।

অনুষ্ঠানে বিদায়ী অতিথির উদ্দ্যেশ্য তার কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য দেন সহকর্মীরা। এসময় এক আবেগঘন পরিবেশ তৈরী হয়।

আরও পড়ুন