
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ধান্যদৌল আব্দুর রাজ্জাক খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারি শিক্ষক, ধান্যদৌল মুমু রোহান চাইল্ড কেয়ার প্রি-ক্যাডেট একাডেমীর প্রধান শিক্ষক এবং ব্রাহ্মণপাড়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মরহুম সফিকুল ইসলাম এর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ মে) বিকাল ৪টায় ব্রাহ্মণপাড়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে ধান্যদৌল মুমু রোহান চাইল্ড কেয়ার প্রি-ক্যাডেট একাডেমী প্রাঙ্গনে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন নাগাইশ অক্সফোর্ড কিন্ডার গার্টেন একাডেমীর প্রধান শিক্ষক মোঃ তফাজ্জল হোসেন।
এতে ব্রাহ্মণপাড়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ সাইফুল আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশিদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, শিক্ষানুরাগী ও সমাজসেবক মোশাররফ হোসেন খান চৌধুরী।
এসময় ব্রাহ্মণপাড়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মাষ্টার মোঃ জসিম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মাকসুদুল আলম, তথ্য ও সম্প্রচার বিষয়ক সম্পাদক মাসুদ আলম, উপজেলা পরিষদ মডেল একাডেমীর প্রধান শিক্ষক মোঃ কবির হোসেন, ফ্রিডম মডেল একাডেমীর প্রধান শিক্ষক মোঃ গোলাম মোস্তফা, মুমু রোহান চাইল্ড কেয়ার প্রি-ক্যাডেট একাডেমীর সহকারি প্রধান শিক্ষক মাওলানা মনিরুল ইসলামসহ বিভিন্ন কিন্ডারগার্টেন একাডেমীর প্রধান শিক্ষক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান শিক্ষক মরহুম সফিকুল ইসলাম এর কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন বক্তারা। সবশেষে তার রুহের আত্নার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন ব্রাহ্মণপাড়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ সাইফুল আলম। উল্লেখ্য, গত (১৫ মে) বৃহস্পতিবার ভোর ৫টায় মরহুম সফিকুল ইসলাম (৭০) তার বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলেসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন।