কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ওয়ারিশ সূত্রে পৈতৃক সম্পত্তি বাড়িঘর ও জমিজামা ফিরে পেতে এক অসহায় বৃদ্ধ আকুতি জানিয়েছে।
এবিষয়ে সেই অসহায় বৃদ্ধ থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছে। সেই অসহায় বৃদ্ধ ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নের পূর্ব পোমকাড়া গ্রামের মৃত মোঃ দৌলত খান এর ছেলে মোঃ মোসলেম খান।
অভিযোগ সূত্রে জানা যায়, অসহায় বৃদ্ধ মোঃ মোসলেম খান একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসাবে ১৯৮২ সাল থেকে দেশের বিভিন্ন জায়গায় চাকুরির সুবাধে কর্মরত ছিলেন। সেই সময় থেকে তার নিজস্ব পৈতৃক সম্পত্তি ভোগদখলে বেঘাত ঘটে। কিন্তু ২০০৬ সালে তার পিতা মোঃ দৌলত খান এর মৃত্যুর পর ওয়ারিশ হিসাবে পৈতৃক সম্পত্তি ভোগদখল ও ব্যবহার থেকে এখন পর্যন্ত বঞ্চিত রয়েছে। বিভিন্নভাবে সম্পত্তি ফিরে পেতে চেষ্টা করলে তার আপন ভাই নুরুল ইসলাম, ভাতিজা জহিরুল ইসলাম, মো. আরিফ, মো. রোস্তম, আপন ভাই মোখলেছুর রহমান এবং অদুর মিয়া বিভিন্নভাবে হুমকি-ধমকি, মামলা ও হত্যার ভয় দেখাচ্ছে। সেজন্য তিনি তার পৈতৃক ওয়ারিশ হিসাবে সম্পত্তি ফিরে পেতে প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবী করছেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC