কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে চার কেজি গাঁজা উদ্ধার হয়েছে। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি নাম্বারবিহীন পুরোনো পালসার মোটরসাইকেলও জব্দ করে পুলিশ।
রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার দক্ষিণ চান্দলা এলাকার টানা ব্রীজ সংলগ্ন সড়কে এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, সকাল সাড়ে ৭টার দিকে বড়ধুশিয়া বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়, সীমান্তবর্তী এলাকা থেকে দুই ব্যক্তি মোটরসাইকেলযোগে গাঁজা নিয়ে আসছে। খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানার এসআই আল-আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।
সকাল ৮টায় মন্দবাগের দিক থেকে একটি মোটরসাইকেল আসতে দেখে পুলিশ থামার সংকেত দেয়। তখন মোটরসাইকেল আরোহী দুজন হঠাৎ নামতে গিয়েই একটি ফিরোজা রঙের ট্রাভেল ব্যাগ ফেলে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন ও পুলিশের উপস্থিতিতে ব্যাগটি তল্লাশি করে খাকি টেপে মোড়ানো দুটি প্যাকেটে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মোটরসাইকেলটিও জব্দ করা হয়। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, অজ্ঞাতনামা মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC