মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর, ২০২৫

‎ব্রাহ্মণপাড়ায় দূর্গাপূজায় পুলিশের ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

মো. বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

‎ব্রাহ্মণপাড়ায় দূর্গাপূজায় পুলিশের ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা
‎ব্রাহ্মণপাড়ায় দূর্গাপূজায় পুলিশের ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা/ছবি: প্রতিনিধি

‎হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্রতিটি পূজামণ্ডপে পুলিশের পাশাপাশি আনসার ও গ্রাম পুলিশ দায়িত্ব পালন করছে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ১৭ টি পূজামণ্ডপে পুলিশ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

তাদের সাথে আনসার ও গ্রাম পুলিশ সমন্বয়ন করে কাজ করছে।

এছাড়া গোয়েন্দা সংস্থার সদস্যরাও ব্যাপক নজরদারি রাখছে পূজামণ্ডপগুলোতে।

প্রতিটি পূজামণ্ডপে পুলিশের টহল চলছে। হিন্দু ধর্মাবলম্বীরা তাদের উৎসব সুন্দরভাবে পালন করতে দশমী পর্যন্ত কাজ করবে বলেও জানান থানা পুলিশ।

আরও পড়ুন