
“তুচ্ছ নয় রক্ত দান, বাঁচাতে পারে একটি প্রাণ” এই প্রতিপাদ্য স্লোগানকে ধারণ করে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার দীর্ঘভূমি আল ইনসাফ ফাউন্ডেশনের ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত দীর্ঘভূমি আল ইনসাফ ফাউন্ডেশনের আয়োজনে দীর্ঘভূমি কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে এই ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
এতে প্রায় ২ শতাধিক রোগীদের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়। অনুষ্ঠানে ৩ জন বিশেষজ্ঞ ডাক্তার ব্লাড গ্রুপ নির্ণয়ে চিকিৎসা প্রদান করেন।
এতে দীর্ঘভূমি আল ইনসাফ ফাউন্ডেশনের সভাপতি মো. আমির হোসেন মাষ্টার এর সভাপতিত্বে ও ওমর সানি এর পরিচালনায় এলাকাবাসীরা উপস্থিত ছিলেন। ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় করতে পেরে খুশি সেবাপ্রত্যাশীরা।