
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের ১১দলীয় ঐক্যজোটের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. এডভোকেট মোবারক হোসাইনের দাঁড়িপাল্লা প্রতিকের পক্ষে ভোট চেয়ে গনসংযোগ শুরু করেছেন জুলাইযোদ্ধা ওমর সানি।
আওয়ামী লীগের স্বৈরাচারী শাসনামলে গত ১৫ বছরে রাজপথে থাকা বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের নিবেদিত কর্মী ওমর সানি। তিনি রাজপথ থেকে কারাগার পর্যন্ত স্বৈরাচারী সরকারের দমন-নিপীড়নের টার্গেট ছিলেন। বিগত ১৫ বছরে ত্যাগ, নির্যাতন ও প্রতিরোধের অন্যতম দৃষ্টান্ত স্থাপন করেন।
আর গণতন্ত্র মুক্তির আন্দোলনের ফ্রন্টলাইনে ছিলেন এই ছাত্রনেতা। এরই অংশ হিসাবে গত শনিবার ও রবিবার (২৪ ও ২৫ জানুয়ারী) দিনব্যাপী উপজেলার সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দীর্ঘভূমি গ্রামের প্রতিটি পাড়া-মহল্লা, হাট-বাজার ও ঘরে ঘরে তার সমর্থিত নেতাকর্মীদের নিয়ে ব্যাপক প্রচার-প্রচারণা ও গনসংযোগ করেন। তার এই গনসংযোগ এলাকায় ব্যাপক সাড়া ফেলছে। গনসংযোগকালে দাঁড়িপাল্লা প্রতিকের লিফলেট বিতরণ করা হয়।
এসময় তার সাথে বিপুল সংখ্যাক নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এবিষয়ে জুলাই যোদ্ধা ওমর সানি বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী ড. মোবারক হোসাইনের পক্ষে ব্যাপক গনজোয়ার সৃষ্টি হয়েছে। জনগন এখন সৎ ও যোগ্য লোকের শাসন চায়। ড. মোবারক হোসাইন এই জনপদের একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। আশা করি জনগন আগামী নির্বাচনে তাকে বিপুল ভোটে বিজয়ী করবে।









