শুক্রবার ২৯ আগস্ট, ২০২৫

ব্রাহ্মণপাড়ায় জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

Preparatory meeting on the occasion of Jamaat-e-Islami workers' conference in Brahmanpara
ছবি: প্রতিনিধি

আগামী (২৮ ফেব্রুয়ারী) শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার কর্মী সম্মেলন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারী) বিকাল ৩টায় উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে জামায়াতে ইসলামীর দলীয় কার্য্যালয়ে এই প্রস্তুুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করা হয়। এতে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রেজাউল করিম এর সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মাওলানা আনিসুর রহমান এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক আলমগীর সরকার।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ইসলামী ছাত্রশিবির এর সাবেক সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের সূরা ও কর্মপরিষদ সদস্য, বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান ডক্টর এডভোকেট মোবারক হোসাইন, ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী, কুমিল্লা উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি সানাউল্লাহ রাসেল, সাবেক সভাপতি ইব্রাহীম খলিল।

এসময় উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর খন্দকার মোহাম্মদ শাহজালাল, এ্যাসিসটেন্ট সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম ভূইঁয়া, চান্দলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম, শশীদল ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ আব্দুর রহমান সেলিম, সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মাঈন উদ্দিন সাঈদ, সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম শাহীন, সাহেবাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোঃ আমিনুল ইসলাম, সেক্রেটারি জেনারেল ঈমাম হোসেন, মাধবপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আমানত উল্লাহ মজুমদার, সেক্রেটারি হাফেজ মনির হোসেন, শিদলাই ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোঃ আবু কাউছার সরকারসহ উপজেলা জামায়াতে ইসলামী ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সভায় আগামী (২৮ ফেব্রুয়ারী) শুক্রবার জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন সফল ও স্বার্থক করার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়।

আরও পড়ুন