ডিসেম্বর ১২, ২০২৪

বৃহস্পতিবার ১২ ডিসেম্বর, ২০২৪

ব্রাহ্মণপাড়ায় জামায়াতে ইসলামী আমীরের শপথ অনুষ্ঠান

ব্রাহ্মণপাড়ায় জামায়াতে ইসলামী আমীরের শপথ অনুষ্ঠান
ব্রাহ্মণপাড়ায় জামায়াতে ইসলামী আমীরের শপথ অনুষ্ঠান। ছবি: প্রতিনিধি

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সাহেবাবাদ ইউনিয়ন শাখার ২০২৫-২০২৬ সেশনের আমীর এর শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল ৩টায় সাহেবাবাদ জামায়াতে ইসলামীর আয়োজনে সাহেবাবাদ ডিগ্রী কলেজ মিলনায়তনে ইউনিয়ন জামায়াত ইসলামীর আমীরের শপথ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন মাওলানা ক্বারী মুহাম্মদ কামরুল হাসান সালেহী। নাতে রাসূল পরিবেশন করেন মোঃ কামরুল হাসান ও মোঃ মহিব্বুল্লাহ।

অনুষ্ঠানে সাহেবাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামীর নব-নির্বাচিত আমীর মোঃ আমিনুল ইসলামকে শপথ পাঠ করান বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার আমীর মাওলানা রেজাউল করিম।

এতে ইউনিয়ন আমীর মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে ও সেক্রেটারি ঈমাম হোসেন এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রেজাউল করিম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর খন্দকার মুহাম্মদ শাহজালাল, উপজেলা সেক্রেটারি মাওলানা আনিছুর রহমান, উপজেলা এ্যাসিসটেন্ট সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম ভূইঁয়া।

এসময় মাওলানা আবদুর রউফ সালেহী, গোলাম হাক্কানী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান, মাওলানা আতাউর রহমান, মাওলানা ডাঃ মুফতি আনোয়ার হোসাইন আশরাফীসহ বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।