নভেম্বর ২২, ২০২৪

শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪

ব্রাহ্মণপাড়ায় জননিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা রক্ষায় ক্যাম্প করেছে সেনাবাহিনী

ব্রাহ্মণপাড়ায় জননিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা রক্ষায় ক্যাম্প করেছে সেনাবাহিনী
ব্রাহ্মণপাড়ায় জননিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা রক্ষায় ক্যাম্প করেছে সেনাবাহিনী। ছবি: প্রতিনিধি

শেখ হাসিনার দেশ ত্যাগ ও পদত্যাগ করার মধ্যে দিয়ে স্বেরাচারী সরকারের গনঅভুথ্যান হয়। এতে সারাদেশে একযোগে একটি কুচক্রী মহল আগুন সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা করছে।

এরই ধারাবাহিকতায় কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় জননিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষে ক্যাম্প স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

শুক্রবার (৯ আগস্ট) এই সংক্রান্ত একটি পোস্ট ইউএনও ব্রাহ্মণপাড়া ফেসবুক পেজ থেকে নিশ্চিত হওয়া গেছে।

ইতিমধ্যে সেনাবাহিনী উপজেলা পরিষদ ডাক বাংলোতে অবস্থান করে তাদের কাজ শুরু করেছে। তাদের সহায়তায় থানা পুলিশও নতুন করে কার্যক্রম শুরু করেছে।

যেকোনো প্রয়োজনে সেনাবাহিনীর জরুরী হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

সেনাবাহিনীর নাম্বার হলো- ০১৭৬৯-৩৩১২৮৫. যেকোন প্রয়োজনে এই নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে। উপযুক্ত কারণ ছাড়া এই নাম্বারটি ব্যস্ত না রাখার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।