এপ্রিল ৬, ২০২৫

রবিবার ৬ এপ্রিল, ২০২৫

ব্রাহ্মণপাড়ায় ছাত্রশিবিরের ঈদ প্রীতি সমাবেশ

ব্রাহ্মণপাড়ায় ছাত্রশিবিরের ঈদ প্রীতি সমাবেশ
ব্রাহ্মণপাড়ায় ছাত্রশিবিরের ঈদ প্রীতি সমাবেশ/ছবি: প্রতিনিধি

বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সাবেক ও বর্তমান সদস্য এবং সাথীদের নিয়ে ঈদ প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ এপ্রিল) সকাল ৯টায় উপজেলা উপজেলা ছাত্রশিবিরের আয়োজনে উপজেলা পরিষদ মডেল মসজিদ কন্ফারেন্সে রুমে এই প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ এবং ইসলামি সংগীত পরিবেশন করা হয়। এতে ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মুহাম্মদ কাউছার এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ইসলামি ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান ডক্টর এডভোকেট মোবারক হোসাইন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মিজানুর রহমান আতিকী, ব্রাহ্মণপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রেজাউল করিম, কুমিল্লা উত্তর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি লুৎফর রহমান খান মাসুম, ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন আকাশ।

এছাড়া ছাত্রশিবিরের বর্তমান জেলা ও উপজেলার নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এসময় ছাত্রশিবিরের উদ্দ্যেশ্য গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অতিথিবৃন্দরা।