কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় ৭৫০ জন প্রান্তিক কৃষক আমন ধান চাষের জন্য প্রণোদনা পেয়েছেন। এ প্রণোদনার আওতায় প্রান্তিক কৃষকরা বিনামূল্যে সার ও বীজ পাচ্ছেন।
বুধবার ( ২ জুলাই ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় কৃষি বিভাগ এ প্রণোদনা বিতরণ করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাসুদ রানার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মাহমুদা জাহান।
স্থানীয় কৃষি বিভাগ বলছে, এই উদ্যোগের ফলে উপজেলার প্রান্তিক কৃষকরা লাভবান হবেন এবং আমন ধানের উৎপাদন বৃদ্ধি পাবে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রুপা আমনের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ছাত্র ৭৫০ প্রান্তিক কৃষকের মাঝে উফশী জাতের বীজ ও সার প্রণোদনা দেওয়া হয়েছে। এছাড়াও দেশীয় জাতের নিম বেল কাঁঠাল ও জামের চারা বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাসুদ রানা বলেন, উপজেলা প্রান্তিক কৃষকরা এ প্রণোদনা পেয়ে আমন আবাদে উচ্ছ্বসিত ও লাভবান হবেন। কৃষকদের প্রণোদনা দেওয়ার মাধ্যমে এমন ধানের উৎপাদন বৃদ্ধি পাবে। যেকোনো ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলা কৃষি বিভাগ নিরলসভাবে কাজ করছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC