
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আউশ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী আউশ বীজ ও সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এই বীজ ও সার বিতরণ করা হয়।
বীজ ও সার বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান। এতে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাসুদ রানা এর সার্বিক তত্ত্বাবধানে ও উপ-সহকারি কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবদুল মান্নান এর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আউশ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য উপজেলার ৮টি ইউনিয়নের ৩ হাজার ৫শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক প্রত্যেকের মাঝে বিনামূল্যে ৫ কেজি বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাসুদ রানা বলেন, উফশী আউশ ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
এতে ফসলের উৎপাদন বাড়বে এবং উন্নত বাংলাদেশ গড়তে সহায়ক হবে।
এসময় উপ-সহকারি কৃষি কর্মকর্তা যথাক্রমে মো. বাছির উদ্দিন, শামীমুল ইসলামসহ উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।