শেষ হলো দেবের নতুন ছবি ‘ব্যোমকেশ দুর্গ রহস্য’-এর শুটিং। সোশ্যাল মিডিয়ায় শুটিং শেষে ছবি ভাগ করে নিয়েছেন। এদিন প্রথমবারের মতো প্রকাশ্যে আনলেন ব্যোমকেশের তার ছবি।
ছবিতে দেখা যায়,দেবের পরনে রয়েছে কালো সোয়েটারের ওপরে একটি বাদামি রঙের কোট। আলো আঁধারির মধ্যে টর্চ হাতে দাঁড়িয়ে রয়েছেন।লুক প্রকাশের সঙ্গে জানালেন ছবি মুক্তির সম্ভাব্য তারিখও।
কেক কেটে শুটিং শেষ উদযাপন করেন টিম ব্যোমকেশ। কেবল শুটিং শেষের জন্য কেক কাটাই নয়, এদিন সেটে উদযাপন হয় দেবের পোশাকশিল্পী জয়ন্তী সেনের জন্মদিনও।
শুটিং শেষের ছবি শেয়ার করে দেব লেখেন, “যাই বলো… দারুণ হলো। যার শেষ ভালো, তার সব ভালো। 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য’র শ্যুটিং আজ শেষ হলো। দেখা হচ্ছে সিনেমা হলে।
এরপর পোশাকশিল্পীর জন্মদিনের ভিডিও শেয়ার করে দেব লেখেন, ‘জয়তী, আমার পোশাক পরিকল্পনা শিল্পী। জয়তী তোমায় অনেক ধন্যবাদ আমায় সব সময় সুন্দর করে তোলার জন্য। সবচেয়ে বড় কথা আমায় ঠিক সেই চরিত্রটার মতো করে সাজিয়ে তোলার জন্য যেটা আমার পর্দায় ফুটিয়ে তুলতে প্রয়োজন হয়। আরও একবার তোমায় শুভ জন্মদিন।’
দেব পোস্টের শেষে লিখেন যে, ২০২৩ অর্থাৎ চলতি বছরের ১১ আগস্টই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ব্যোমকেশ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC