ডিসেম্বর ১২, ২০২৪

বৃহস্পতিবার ১২ ডিসেম্বর, ২০২৪

ব্যালন ডি’অরের তালিকা থেকে বাদ ক্রিস্টিয়ানো রোনাল্ডো

Cristiano Ronaldo is excluded from the list of Ballon d'Or
ব্যালন ডি’অরের তালিকা থেকে বাদ ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ছবি: সংগৃহীত

ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের বিবেচনায় মর্যাদাকর ব্যালন ডি’অরের জন্য ৩০ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। এবার গত ২০ বছরের ইতিহাসে এই প্রথমবারের মত মনোনীতদেওর তালিকা থেকে বাদ পড়লেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো।

বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার অধিনায়ক লিওনেলম মেসি, ম্যানচেস্টার সিটির উদীয়মাস তারকা আর্লিং হালান্ড ছাড়াও ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেসহ গত মৌসুমে মাঠ মাতানো মোহাম্মদ সালাহ, বুকায়ো সাকা, জুড বেলিংহাম, কেভিন ডি ব্রুইনা, হ্যারি কেন, মার্টিন ওডেগার্ডসহ আরো অনেকেই এই তালিকায় থাকলেও জায়গা হয়নি রোনাল্ডোর।

২০০৩ সালে সর্বশেষ রোনাল্ডো এই তালিকার জন্য মনোনীত হননি। ঐ সময় তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রথম মৌসুম কাটিয়েছিলেন। এরপর প্রতিটি তালিকায় শীর্ষস্থানীয় নাম হিসেবে মেসির পাশাপাশি রোনাল্ডোও ছিলেন।

২০০৪ সালে প্রথমবারের মত রোনাল্ডো ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছিলেন। এরপর টানা ১৯ বার তিনি তালিকায় ছিলেন। ১৯ বছর বয়স থেকে ৩৭ বছর বয়স পর্যন্ত প্রায় প্রতিবারই তিনি সংক্ষিপ্ত তালিকায় মনোনীত হয়েছেন। ২০০৪ সালে জিনেদিন জিদানের সাথে রোনাল্ডো ব্যালন ডি’অরের তালিকয় জায়গা পেয়েছিলেন। পরবর্তীতে জিদানের অধীনে তিনি রিয়াল মাদ্রিদে খেলেছেন।

এছাড়া এই তালিকায় থাকা আরেক তারকা আন্দ্রে পিরলোর অধীনে জুভেন্টাসে রোনাল্ডো তার তিন বছরের শেষ মৌসুমটা কাটিয়েছেন।

এছাড়াও ২০০৪-০৫ মৌনুমে ম্যানচেস্টার ইউনাইটেডে রোনাল্ডো সতীর্থ হিসেবে পেয়েছিলেন ওলে গানার সুলশার ও মাইকেল ক্যারিককে। এই দুজনই পরর্তীতে ওল্ড ট্রাফোর্ডে রোনাল্ডোর দলের কোচিং স্টাফ হিসেবে কাজ করেছেন।