রবিবার ২৭ জুলাই, ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় বাদে সারাদেশের বাকি সব কমিটি স্থগিত

ছবি: সংগৃহীত

কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠার পর এক পর্যায়ে ছাত্র–জনতার অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুধু কেন্দ্রীয় কমিটি বহাল রেখে সারাদেশের সব কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে।

সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্মটি সম্প্রতি বিতর্কে জড়িয়ে পড়ার প্রেক্ষাপটে আজ রোববার রাজধানীর শাহবাগে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সারা দেশের সব কমিটি কার্যক্রম স্থগিত করা হয়েছে।

এ সময়ে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা–কর্মীদের দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্সের কথা বলেন। নেতা–কর্মী দুর্নীতির সাথে জড়িত হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান কেন্দ্রীয় সভাপতি।

রিফাত রশিদ জানান, গতকাল রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫ নেতা–কর্মীর চাঁদাবাজির দায়ে গ্রেপ্তারের ঘটনা এবং বিগত সময়ে নানা সমালোচনার পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০২৪ সালের পহেলা জুলাই কোটা আন্দোলনের সময় শিক্ষার্থীদের সমন্বয়ে গড়ে ওঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ৮ জুলাই সংগঠনটি ৬৫ সদস্যবিশিষ্ট একটি কমিটি ঘোষণা করে, যার মধ্যে ২৩ জন সমন্বয়ক ও ৪২ জন সহ-সমন্বয়ক ছিলেন। পরে কমিটি আরও বড় হয়।

 

আরও পড়ুন