জানুয়ারি ১৫, ২০২৫

বুধবার ১৫ জানুয়ারি, ২০২৫

বেসরকারি ডেন্টাল কলেজে ভর্তি শুরু, চলবে ৩১ আগস্ট পর্যন্ত

Admissions in private dental colleges will continue till August 31
বেসরকারি ডেন্টাল কলেজে ভর্তি শুরু, চলবে ৩১ আগস্ট পর্যন্ত। ছবি: সংগৃহীত

বেসরকারি ডেন্টাল ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনলাইনে প্রাপ্ত আবেদনের পরিপ্রেক্ষিতে স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে কলেজভিত্তিক শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর। ভর্তি আজ শনিবার (২৬ আগস্ট) থেকে শুরু হয়েছে।

বৃহস্পতিবার অধিদফতরের ভারপ্রাপ্ত পরিচালক (চিকিৎসা শিক্ষা) ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তিচ্ছু দেশি শিক্ষার্থীদের ২৬ আগস্ট হতে ৩১ আগস্ট অফিস চলাকালীন ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। বেসরকারি ডেন্টাল কলেজ বা মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট পরিচালনা পর্ষদ কর্তৃক মেধাবী ও অসচ্ছল কোটায় প্রার্থীদের নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার পর উক্ত কোটার প্রার্থীদের ভর্তির সময়সীমা যথাসময়ে জানানো হবে।

প্রসঙ্গত, গত ৫ মে ঢাকার ৫টি কেন্দ্রসহ দেশের মোট ১২টি কেন্দ্রের ১৬টি ভেন্যুতে একযোগে অনুষ্ঠিত হয় বিডিএস ভর্তি পরীক্ষা। এতে অংশগ্রহণ করেন ৩৭ হাজারেরও বেশি শিক্ষার্থী। ৬ মে বিডিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।