মে ৮, ২০২৫

বৃহস্পতিবার ৮ মে, ২০২৫

বেসরকারি অফিসেও ঈদুল আজহায় এবার ১০ দিন ছুটি

Rising Cumilla - holiday
ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে অন্তর্বর্তী সরকার দেশব্যাপী সরকারি অফিসের পাশাপাশি বেসরকারি অফিসও টানা ১০ দিনের ছুটি ঘোষণা করেছে।

গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। এই দীর্ঘ ছুটিতে কর্মজীবী মানুষেরা পরিবার-পরিজনের সাথে ঈদ উদযাপনের জন্য পর্যাপ্ত সময় পাবেন বলে আশা করা যাচ্ছে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ঈদের আগে আগামী ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে ঈদের ছুটির সাথে এই দুদিন যোগ হওয়ায় ছুটির মেয়াদ দীর্ঘ হবে। তবে সরকারি কাজকর্ম স্বাভাবিক রাখতে এর বিপরীতে আগামী ১৭ মে ও ২৪ মে (দুটি শনিবার) সরকারি অফিস খোলা থাকবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. কামরুজ্জামান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পবিত্র ঈদুল আজহার সময় জনগণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার লক্ষ্যেই এই ছুটির ব্যবস্থা করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে ঈদযাত্রায় মানুষের ভোগান্তি কম হবে এবং সকলে নিরাপদে বাড়ি ফিরতে পারবেন বলে মনে করছে সরকার।

প্রজ্ঞাপনে আরও স্পষ্ট করে বলা হয়েছে, এই ছুটির সময় সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি সকল প্রকার অফিস ও প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে যে সকল প্রতিষ্ঠানে শনিবার অফিস খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে, সেই সকল দপ্তর আগামী ১৭ ও ২৪ মে তাদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করবে।

আরও পড়ুন