শুক্রবার ২১ নভেম্বর, ২০২৫

বেরোবির রংপুর ছাত্র কল্যাণ পরিষদের নেতৃত্বে জহির-মেজবাউল

বেরোবি প্রতিনিধি

Rising Cumilla -Zahir-Mejbaul led by Rangpur Student Welfare Council of Berobi
বেরোবির রংপুর ছাত্র কল্যাণ পরিষদের নেতৃত্বে জহির-মেজবাউল /ছবি: প্রতিনিধি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) এ রংপুর ছাত্র কল্যাণ পরিষদের নবগঠিত কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী জহির রায়হান এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোঃ মেজবাউল ইসলাম মেজবা।

আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) আগামী এক বছরের জন্য ৬১ সদস্য বিশিষ্ট এই কমিটি অনুমোদন দেন সংগঠনটির উপদেষ্টা পরিষদ।

কমিটিতর অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি হিসেবে রয়েছেন মেহেদী হাসান রিয়াদ,আরাফাত তাসিন,আখলাক হোসেন, এশরাত উন, নিগার এনি এবং আবির হাসান। যুগ্ম সম্পাদকগণ জুলকার নাদিম, ইশতিয়াক আহমেদ জিহাদ,নওশীন তাবাসসুম পুষ্পিতা এবং সায়মা আক্তার,
সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন সাদমান সাকিব আহমেদ, অনুরাগ ঘোষ, সৌরভ সরকার এবং ইউসুফ আলী। এছাড়াও দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক, কোষাধ্যাক্ষ, আইন বিষয়ক সম্পাদক, ছাত্রকল্যাণ সম্পাদক সহ সর্বমোট ১৯ টি পদের পূর্ণাঙ্গ কমিটিতে রয়েছেন আরো অনেকে।

পরিষদকে আগের যে কোনো সময়ের তুলনায় আরো অধিক শিক্ষার্থীবান্ধব, সক্রিয় এবং সহমর্মী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন নব মনোনীত রংপুর ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি জহির রায়হান।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়ার বিভিন্ন ধাপে সহায়তা, ক্যাম্পাসে বসবাসকালীন যেকোনো সমস্যা সমাধান, প্রশাসনিক জটিলতা মোকাবেলায় পরামর্শ প্রদান এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে পরিষদ কাজ করবেন।

রংপুর ছাত্র কল্যাণ পরিষদের কার্যক্রমকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সকল শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা কামনা করছি।

আরও পড়ুন