
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সমাজবিজ্ঞান বিভাগের বিতর্ক সংগঠন ‘সমাজবিজ্ঞান বিতর্ক ক্লাব’ এর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) এ ক্লাবটির যাত্রা শুরু হয়।
নবগঠিত সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করবেন এম. এ আইভি এবং সাধারণ সম্পাদক মো: মিনহাজুর রহমান মেহেদী।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি বিধান চন্দ্র রয়, যুগ্ম সাধারণ সম্পাদক মো: রিপন শাহারিয়ার, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান জয়, সহ- সাংগঠনিক সম্পাদক মোফাখখারুল ইসলাম, অর্থ সম্পাদক মুমতাহিনা পারভীন তৃষা, দপ্তর সম্পাদক, শাওন, বিতর্ক ও কর্মশালা বিষয়ক সম্পাদক খাদিজা আক্তার, তথ্য ও প্রচার সম্পাদক শুভ মোহন্ত, মানব সম্পদ সম্পাদক আইরিন আক্তার এবং লিঙ্গ সমতা বিষয়ক সম্পাদক ইসরাত জাহান আঁখি।
নবগঠিত কমিটির সভাপতি এম. এ আইভি বলেন, এই ক্লাব আমাদের মেধা, যুক্তি ও প্রকাশভঙ্গি বিকাশের অন্যতম সুন্দর একটি ক্ষেত্র। আমরা চাই ক্লাবকে শুধু প্রতিযোগিতার জন্য নয়, জ্ঞান ও সংস্কৃতির বিনিময়ের একটি কেন্দ্র হিসেবে গড়ে তুলতে। আমাদের ভবিষ্যৎ লক্ষ্য হলো নতুন সদস্য সংগ্রহ করা এবং তাদের সক্রিয়ভাবে ক্লাবের কার্যক্রমে যুক্ত করা। আমরা বিভিন্ন কর্মশালা, বিতর্ক প্রতিযোগিতা এবং প্রশিক্ষণ আয়োজনের মাধ্যমে সবার দক্ষতা বাড়াতে কাজ করব। এছাড়া, আন্তঃবিশ্ববিদ্যালয় ও জাতীয় পর্যায়ে আমাদের ক্লাবকে আরও শক্তিশালীভাবে উপস্থাপন করার চেষ্টা থাকবে।
সাধারণ সম্পাদক মো মিনহাজুর রহমান মেহেদী বলেন, আমি সব সময় মনে করি বিতর্ক শুধু একটি প্রতিযোগিতা নয় এটি একটি ছাত্রের জন্য আত্মবিশ্বাসের উৎস। নিজের বিভাগের প্রথম বিতর্ক ক্লাবের কমিটির সাথে থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং বিমোহিত । আমাদের লক্ষ্য হলো ক্লাবের কার্যক্রমকে আরও প্রাণবন্ত করা, নতুন সদস্যদেরকে উৎসাহিত করা এবং সবার মিলিত প্রচেষ্টায় আমাদের ক্লাবকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। আশা করি আমরা সবাই মিলে এই বিতর্কের নতুন যাত্রা সফল করতে পারবো।