নভেম্বর ২৩, ২০২৪

শনিবার ২৩ নভেম্বর, ২০২৪

বেরোবিতে শিক্ষার্থী নিহত ও সংঘাত-সংঘর্ষের ঘটনায় তথ্য অনুসন্ধান কমিটি গঠন

Begum Rokeya University, Rangpur
ছবি: প্রতিনিধি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী নিহত ও সংঘাত-সংঘর্ষের ঘটনায় ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রফেসর ডঃ মতিউর রহমান কে আহবায়ক করে তিন সদস্যের একটি তথ্য অনুসন্ধান কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

কমিটির সদস্য করা হয়েছে রসায়ন বিভাগের প্রফেসর ড. বিজন মোহন চাকি এবং সদস্য সচিব করা হয়েছে বাংলা বিভাগের প্রফেসর ড. শফিকুর রহমানকে।

বৃহস্পতিবার (১৮ জুলাই ) উপাচার্যের নির্দেশক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক পত্রে এ কমিটি গঠন করা হয় এবং দ্রুততম সময়ের মধ্যে কমিটিকে উক্ত বিষয়ে একটি প্রতিবেদন জমা দেয়ার জন্য বলা হয়।

এদিকে আহত শিক্ষার্থীদের চিকিৎসা সহায়তার জন্য বিশ্ববিদ্যালয় ছাত্র উপদেষ্টা সৈয়দ আনোয়ারুল আজিমকে আহ্বায়ক করে পৃথক আরেকটি কমিটি গঠন করা হয়। এই কমিটিতে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ অলক কুমার দাস সদস্য এবং উপ-প্রধান মেডিকেল অফিসার ডাঃ এস এম শাহরিয়ার সদস্য-সচিবের দায়িত্ব পালন করবেন। এই কমিটিকে আহত শিক্ষার্থীদের সুচিকিৎসার ব্যবস্থা করতে বলা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের অতিরিক্ত পরিচালক ও অফিস প্রধান মোহাম্মদ আলী।