রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) মদ খেয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষার্থীকে উত্ত্যক্তের দায়ে দুই বহিরাগতকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।
আটক দুজন হলেন স্থানীয় পার্কের মোড়ের সেলুন দোকানি শিমুল (২৫) ও আবির (২০)।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে ক্যাম্পাসের ক্যাফেটেরিয়ার সামনে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পিকনিক করার সময় এ ঘটনা ঘটে।
শিক্ষার্থীরা জানান, বহিরাগত দুজন মদ খেয়ে ওই বিভাগের একজনের কাছে ফুল চায় এবং ছবি তুলতে চায়। গায়ে পড়ে কথা বলতে থাকে। এই রকম মাতলামি দেখে তার বন্ধুরা ওই দুজনকে ধরে বিশ্ববিদ্যালয়ে পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করেন। সেখান থেকে তাদের সরাসরি তাজহাট থানায় চালান দেওয়া হয়
বিশ্ববিদ্যালয়েল প্রক্টর ড. মো ফেরদৌস রহমান বলেন, উত্ত্যক্ত করার দায়ে বহিরাগত দুজনকে আটক করে থানায় পাঠানো হয়েছে। সংরক্ষিত এলাকায় মাদক সেবনের অপরাধে তাদের নামে অবশ্যই মামলা করা হবে।
তাজহাট থানার ওসি শাহালম সরদার বলেন, আমরা খবর পেয়ে গাড়ি পাঠিয়েছি। তাদের থানায় নিয়ে আসা হচ্ছে। আসামিদের বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC