
বেরোবি প্রতিনিধি:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ভোটার তালিকায় অসঙ্গতি থাকায় পূর্বঘোষিত ২৪ ডিসেম্বরের নির্বাচন স্থগিত করা হয়।
পরে বুধবার (১০ ডিসেম্বর) রাতে প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মো. শাহজামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন সময়সূচি জানানো হয়।
পুনঃতফসিল অনুযায়ী, আগামী ১৮ ডিসেম্বর থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়ে ২১ ডিসেম্বর পর্যন্ত ডোপ টেস্টের রিপোর্টসহ মনোনয়নপত্র গ্রহণ ও দাখিল করা হবে। এরপর ২২ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। ২৩ ডিসেম্বর আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির পর একই দিনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, পুনঃতফসিল অনুযায়ী ২১ জানুয়ারি ২০২৬ (বুধবার) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট শেষে সেদিনই গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।
এ নিয়ে ব্রাকসু ও হল সংসদ নির্বাচনের তফসিল তৃতীয়বারের মতো পরিবর্তন করল নির্বাচন কমিশন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC